ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34323 জন
শরীয়তপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সকালে  পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে একটি  মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় মন্দিরের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ঘটক চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিক ঘটক চৌধুরী, পালং হরিসভার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক ভুট্টো দে, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ প্রমূখ।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, কমিটির উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ ও মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।