ঢাকা | বঙ্গাব্দ

প্রয়াত বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে - গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 81931 জন
প্রয়াত বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে -  গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সকল অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

শনিবার (১৬ আগষ্ট) দুপুরে গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়স্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল ফাতাহ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুর রহমান, জালাল উদ্দিন ও প্রয়াত নাজমুল হকের ছোট ছেলে নাদিমুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক আহবায়ক প্রয়াত নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান