ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের নতুন কমিটি গঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নতুন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28237 জন
কুলিয়ারচরে শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের নতুন কমিটি গঠিত ছবির ক্যাপশন: শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের নতুন কমিটি
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নতুন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বিকেল ৫টায় উপজেলার রামদী ইউনিয়নের গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


সভায় সভাপতিত্ব করেন বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার সভাপতি মাহফুজুল হক।


আলোচনা শেষে কুলিয়ারচর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সালাউদ্দিন (লিচু)কে সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মোহাম্মদ অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম কাজলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়। প্রত্যেকেই নিজ নিজ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


বক্তারা বলেন, “শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


সভায় আরও জানানো হয়, শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের মাধ্যমে শিক্ষক সমাজের সমস্যাবলী চিহ্নিত করে তার সমাধানের পথ বের করা হবে। এছাড়া শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখা'র সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।