কালের নতুন সংবাদ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লায়ন মুহাম্মদ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
সোমবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল “কালের নতুন সংবাদ”-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মোঃ বাবুল।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে এবং কালের নতুন সংবাদ-এর সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী সদস্য আমিনুল হক সাদী, কাউসার আহমদ টিটু, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, কালের নতুন সংবাদ-এর প্রধান সম্পাদক এডভোকেট আইয়ূব বিন হায়দার, কিশোরগঞ্জ জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মো. ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, এসটিভির প্রতিনিধি মিজানুল ইসলাম বকুল, হাওর টাইমস-এর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ভূইয়া, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার পলাশ, সাংবাদিক মাহবুব আলম নজরুল ও মিজানুর রহমান শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের দর্পণ-এর প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক দিনকালের কটিয়াদী প্রতিনিধি ও কালের নতুন সংবাদ-এর স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, কালের নতুন সংবাদ-এর হোসেনপুর প্রতিনিধি বাচ্চু মিয়া ও উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজ-এর তাড়াইল উপজেলা প্রতিনিধি মজিবুল হক চুন্নু, দৈনিক সরজমিন বার্তার প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, ডেল্টা টাইমস-এর প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি রঞ্জন মোদক রনি, আমার সংবাদের প্রতিনিধি ইমরান হাসান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাংবাদিক শেখ আল আজহার, কবি-সাহিত্যিক ছাদেকুর রহমান রতন, কালের নতুন সংবাদ-এর বার্তা সম্পাদক সোহেল রানা, সাহিত্য সম্পাদক কবি সাদেক আহমদ, সহ-বার্তা সম্পাদক রিতু আক্তার, সহকারী সম্পাদক মাসুদ মিয়া, সহ-সম্পাদক রাকিব ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিন, নান্দাইল প্রতিনিধি আতর রহমান বাচ্চু, আতাউল হাসান দিনার, মোহাম্মদ এমদাদ মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ।