নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কচুয়া উপজেলা শাখার আয়োজনে বুধবার ৩ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কচুয়া উপজেলা বিএনপি'র কার্যালয়ে এক আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি কচুয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আবার কচুয়া জিরো পয়েন্টে এসে শেষ হয়। কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন। আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সিরাজ,জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমিশনার মাহাবুবুল হক টুটুল, জেলা যুবদলের সাবেক সেক্রেটারী আইয়ুব আলী মোল্লা বাবু, উপজেলা বিএনপি'র সংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির,উপজেলা বিএনপি নেতা বেদার ডাকুয়া,বিএনপি নেতা এ আলিম ডাবলু,বিএনপি নেতা শহিদুল ইসলাম খোকন, মোল্লা আনোয়ার হোসেন,মাহাবুবুল হক লাল,সরদার নাহিদ,শেখ মাসুদ ও শেখ সুজন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সদস্যবৃন্দ।