ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকা এ ঘটনা ঘটে। নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসি সোহাগ হাওলাদারের স্ত্রী।
  • আপলোড তারিখঃ 04-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64542 জন
মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: কালকিনি
ad728

এমদাদ খান মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকা এ ঘটনা ঘটে। নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসি সোহাগ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধু। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদিপ্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা করে তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। পাড়াপ্রতিবেশি এসে হত্যাকান্ড দেখ খবর দেয় হয় থানা পুলিশকে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ মনয়া তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত