ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাজিতপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এম আবুল খায়ের। দুই মাস ১৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটকে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে গাড়িবহরসহ নেতাকর্মীরা তাকে নিয়ে বাজিতপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে আহ্বায়ক পদে পুনর্বহালের দাবি তোলেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর সেনাবাহিনীর একটি দল উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ এম আবুল খায়েরকে আটক করে। ওই দিনই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করেন।
কারামুক্তির পর এম আবুল খায়ের বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আটক করানো হয়েছে। আমি কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাকে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসাবে পুনর্বহাল করা হোক।”
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।