মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সেবা ঐক্য প্রগতি এবং স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলে একতা এই স্লোগান নিয়ে উপজেলার চাঁন্দপুর, আচমিতা, মসূয়া ও জালালপুর এই ৪টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু নাসের সুমন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শহীদুল্লাহ কায়সার শহীদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুজ্জামান শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান অপু, মোঃ মতিউর রহমান, শহীদুজ্জামান তারেক, সদস্য শফিকুজ্জামান শফিক, শাহ আলম রুবেল, মোঃ আলমগীর হোসেন আলম, মোঃ গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন রনি, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ মুরশেদ মিয়া, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কাশেম, যুগ্ন-আহবায়ক সৈয়দ হাকিকুল ইসলাম, মোঃ সাগর ইসলাম রিপন, মোঃ গেন্দু মিয়া, লোহাজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুম, মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিটন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মীবৃন্দ।
কর্মী সম্মেলনে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে উপজেলা চাঁন্দপুর, আচমিতা, মসূয়া ও জালালপুর এই ৪টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।