কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাসকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সজিব পাগলু বলেন, আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার বিকালে সৌদি আরব প্রবাসী মো. জামাল মিয়ার দেড় বছরের কন্যা শিশু মাইশা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জালাল মিয়া তিন কন্যা সন্তানের জনক তাদের মধ্যে মাইশা সবার ছোট।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।