নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
কচুয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
আজ বুধবার ( ১অক্টোবর) তিনি উপজেলার ৪৩টি সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ ঘুরে দেখেন,বিভিন্ন মন্দিরের সমস্যার কথা শোনেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আর্থিক উপহার বিতরণ করেন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে সরদার জাহিদ বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, আমরা সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য খান মনিরুল ইসলাম ,উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি খান শহীদুজ্জামান মিল্টন,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক যুগ্মসচিব স্বপন কুমার মন্ডল, ডাক্তার হংসপতি সিকদার,হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের নেতা শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ,কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরদার নাহিদ, এমদাদুল হক মাসুদ,শেখ সুজন ও কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিক্ষক চিত্তরঞ্জন, সাধারণ সম্পাদক প্রভাষক নিরাময় লিন্দু হালদার, উপজেলার বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ এবং উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।####