ঢাকা | বঙ্গাব্দ

ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের এক যুবক নিহত। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত যুবক উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া
  • আপলোড তারিখঃ 13-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22812 জন
ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728




ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের এক যুবক নিহত। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত যুবক উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।



ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গজারিয়া গ্রামের মৃগা ইউপি সদস্য জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ১২ অক্টোবর রবিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 


প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।



খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।



আহতদের মধ্যে করিম মিয়ার পক্ষের  (১)মিজান মিয়া ২৫, (২) আনোয়ার মিয়া ২৬, (৩) জাহাঙ্গীর মিয়া ২২ কে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও  জসিম মিয়া পক্ষের (১) শাওন মিয়া ১৭, (২) রুমান মিয়া ২২ (৩) মাঈন উদ্দিন মিয়া ৩২ কে পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ হাসপাতালে জসিম পক্ষের রুমান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান