শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষে সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকালে পালং উত্তর বাজার থেকে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝীর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চন্দ্রা রেস্ট হাউসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন, যুবনেতা কাশেম মাদবর, আলউদ্দিন সরদার, কামাল শেখ, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, শরীয়তপুর পৌরসভা যুবদলের সহ-সভাপতি নাসির ঢালী, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাওলাদার, পৌরসভা যুবদলের নেতা জয়নাল হাওলাদার, মোঃ হোসেন মৃধা, যুবদল নেতা আফজাল সরদার, মিন্টু খান, রিয়েল সরদার সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।