ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী পালন

নতুন পানিতে সফর এবার' স্লোগান নিয়ে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 23-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 125226 জন
খাগড়াছড়িতে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী পালন ছবির ক্যাপশন: দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে স্বজন সমাবেশে অতিথিগণ
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি:

'নতুন পানিতে সফর এবার' স্লোগান নিয়ে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার(২৩ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাব'র সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র যুগ্ম-পরিচালক নাছির মাহমুদ গাজী, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ নিপু-সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  দিদারুল আলম'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন দৈনিক যুগান্তর পত্রিকা'র জেলা প্রতিনিধি সমির মল্লিক।

অনুষ্ঠানে যুগান্তরের প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার আরেফিন জুয়েল ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা ।

দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত  স্বজন সমাবেশে অতিথিরা পত্রিকার নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র শাহাদাত