ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ থাইল্যান্ডের ৪০ জন তুর্কি উইঘুরকে চীনে ফেরত পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) থাইল্যান্ড কর্তৃক ৪০ জন তুর্কি উইঘুরকে চীনে ফেরত পাঠানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।
  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 123260 জন
জাতিসংঘ থাইল্যান্ডের ৪০ জন তুর্কি উইঘুরকে চীনে ফেরত পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে ছবির ক্যাপশন: ছবি :- অনলাইন
ad728

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে, ইউএনএইচসিআর জানায় যে এই ব্যক্তিরা থাইল্যান্ডের আটক কেন্দ্রে ১০ বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ইউএনএইচসিআর ব্যাংককে আটক এই উইঘুরদের একটি দলের আসন্ন প্রত্যাবাসনের বিষয়ে তথ্য পেয়েছে। সংস্থাটি বারবার থাই কর্তৃপক্ষের কাছে এই দলের সাথে দেখা করার এবং তাদের জোরপূর্বক ফেরত না পাঠানোর নিশ্চয়তা চেয়েছে। তবে, থাই কর্তৃপক্ষ জানিয়েছে যে কোনো প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইউএনএইচসিআর-এর সহকারী হাইকমিশনার রুভিন্দ্রিনি মেনিকদেউইলা বলেন, "এই পরিস্থিতি জোরপূর্বক প্রত্যাবাসন বিরোধী নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের অধীনে থাইল্যান্ডের বাধ্যবাধকতার পরিপন্থী।" তিনি থাই কর্তৃপক্ষকে জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৪৯ সাল থেকে চীন তুর্কি উইঘুর মুসলিমদের আবাসস্থল পূর্ব তুর্কিস্তান অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যা চীনে শিনজিয়াং নামে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে ৩০ মিলিয়ন মুসলিম রয়েছে, যার মধ্যে ২৩ মিলিয়ন উইঘুর। অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, চীনে মুসলিম জনসংখ্যা প্রায় ১০০ মিলিয়ন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ