ঢাকা | বঙ্গাব্দ

কমলগঞ্জের চুরি হওয়া সিএনজি ২৪ ঘন্টার ভিতরে উদ্ধার ; গ্রেপ্তার ২ চোর সদস্য

  • আপলোড তারিখঃ 06-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4711 জন
কমলগঞ্জের চুরি হওয়া সিএনজি  ২৪ ঘন্টার ভিতরে উদ্ধার ; গ্রেপ্তার ২ চোর সদস্য ছবির ক্যাপশন: গ্রেপ্তার ২ চোর সদস্য
ad728

আনহার আলী: মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (০৫ মার্চ) চুরি হওয়া অটোরিকশা সিলেটর দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় শমশেরনগর ফাঁড়ি পুলিশ সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের  রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬)। 

পুলিশ সু্ত্রে জানা যায়, গত মঙ্গলবার মৌলভীবাজার থ-১২-২৮১১ সিএনজি অটোরিকশা উপজেলার শমশেরনগর মাছ বাজারের সকালে রাস্তার পাশে চালক ইব্রাহীম মিয়া সিএনজি অটোরিকশা রেখে গাড়ি ভাড়া আদায় করার জন্য বাজারে ভিতরে যান। কিছু ক্ষণ পরে বাজারের ভেতের থেকে বের হয়ে দেখেন তার সিএনজি অটোরিকশা নেই। অনেক খুঁজা খুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক গাড়ি মালিককে অবগত করেন। পরে চালক ও সিএনজি অটোরিকশা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। 

মামলা তদন্ত কারি কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় নির্জন স্থান থেকে চোরাই কৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করেন। একই সাথে এঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বুধবার বিকালে চোর চক্রের সদস্য মোঃ রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু