ঢাকা | বঙ্গাব্দ

হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল স্ত্রীর, বেঁচে গেলেন স্বামী

কক্সবাজার চকরিয়াতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে জান্নাত আরা বেগম (৪০) নামের এক নারীর। গত শুক্রবার(৭মার্চ) রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটেছে।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4466 জন
হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল স্ত্রীর, বেঁচে গেলেন স্বামী ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়াতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে জান্নাত আরা বেগম (৪০) নামের এক নারীর।  গত শুক্রবার(৭মার্চ) রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটেছে। জান্নাত আরা একই গ্রামের ফজল করিমের স্ত্রী।

সূত্র জানায়,  সুরাজপুর বিলে তামাক চুল্লিতে তামাক তারা শুকাচ্ছিলেন। এমন সময়ে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে আসে। হাতিটি তামাক চুল্লির লোকজনের উপস্থিতি টের পেয়ে হাতিটি ছুটাছুটি শুরু করে। ফজল হাতির উপস্থিতি টের পেয়ে সরে যেতে পারলেও তার স্ত্রী জান্নাত হাতির কবল থেকে নিজেকে রক্ষা করতে পারেননি ঘটনাস্থলেই হাতির পায়ে পিষ্ট হয়ে ৬ সন্তানের মা জান্নাত আরা বেগম প্রাণ হারান।


এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, বনবিভাগের হাতি–মানুষ দ্বন্দ্ব নিরসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের বনবিট এলাকায় হাতির সংখ্যা বেড়েছে। তাছাড়া দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে পাহাড়ে হাতির খাবারের সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে ক্ষুধার্ত হাতির পাল লোকালয়ে ছুটে বেড়াচ্ছে।


সরকার লোকালয়ে হাতির তাণ্ডবে কেউ প্রাণ হারালে ক্ষতিপূরণ দিয়ে থাকে। রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন  জানিয়েছেন,জান্নাত আরার পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রামে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল