ঢাকা | বঙ্গাব্দ

কঠোর পরিশ্রমে নারী আরচ্যারীরা আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনেন - যুব ও ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা ইতিমধ্যেই আরচ্যারীসহ যেসব খেলাধুলা আন্তর্জাতিক অর্জনের আরো সুযোগ ও সম্ভাবনা রয়েছে সেগুলোকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কঠোর পরিশ্রমের মধ্যে নারী আরচ্যারীরা আন্তর্জাতিক পরিমন্ডলে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের অর্জন ছিনিয়ে আনেন।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 119459 জন
কঠোর পরিশ্রমে নারী আরচ্যারীরা আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনেন - যুব ও ক্রীড়া উপদেষ্টা ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ad728


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা ইতিমধ্যেই আরচ্যারীসহ যেসব খেলাধুলা আন্তর্জাতিক অর্জনের আরো সুযোগ ও সম্ভাবনা রয়েছে সেগুলোকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কঠোর পরিশ্রমের মধ্যে নারী আরচ্যারীরা আন্তর্জাতিক পরিমন্ডলে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের অর্জন ছিনিয়ে আনেন।


শনিবার বিকেলে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ব্যবস্থাপনায় গাজীপুরের টঙ্গীর আরচ্যারী ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্টে-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


উপদেষ্টা আরো বলেন, তৈরি পোশাক শিল্পে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাদের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়েছে।  তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১১ জন নারী শহীদ ও সহস্রাব্বিক আহত নারী রয়েছেন। জুলাইয়ে শত মায়ের ত্যাগ রয়েছে। নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নানা কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। আরচ্যারী ফেডারেশনে নারীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকাকে তুলে ধরবেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম, এনডিসি, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিউট এর চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার জনাব রুবাইয়েত আহমেদ, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, অত্র ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।


অনুষ্ঠানে ৪টি ইভেন্টে ৮১ নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন । অনুষ্ঠান শেষে ৪টি ইভেন্টেড সেরা খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ