ঢাকা | বঙ্গাব্দ

ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক হলো ছাত্রলীগ নেতা

এক ছাত্রলীগ নেতাকে ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক করায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। গতকাল শনিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলা ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বাক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।
  • আপলোড তারিখঃ 16-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30221 জন
ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক হলো ছাত্রলীগ নেতা ছবির ক্যাপশন: ছাত্র লীগের মিছিলে তানভীর আহম্মেদ হেরী
ad728


মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন):


এক ছাত্রলীগ নেতাকে ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক করায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। গতকাল শনিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলা ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বাক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। 


তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে।


জানা গেছে, গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরীকে। তানভীর আহম্মেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলেও কমিটিতে তার পরিচয় দেয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত। নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টটা গোপন করতেই সে এই প্রতারণা আশ্রয় নিয়েছে। 


তানভীর আহম্মেদ হেরী'র সঙ্গে এ বিষয় কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।


কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন জানান, তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলা নব গঠিত কমিটির আহ্বায়ক। যদি তার ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নওগাঁয় নাগরিক সমাজ সংগঠনগুলোর হাব গঠন