ঢাকা | বঙ্গাব্দ

সমন্বয়ক রাফি বিয়ে করেছেন,নববধূর পরিচয়ে যা জানা গেল।

সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন।
  • আপলোড তারিখঃ 17-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 111379 জন
সমন্বয়ক রাফি বিয়ে করেছেন,নববধূর পরিচয়ে যা জানা গেল। ছবির ক্যাপশন: ছবি :- সংগ্রহীত
ad728

আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:   

সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার (১৭ মার্চ)তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

তিনি তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দুয়া একান্ত কাম্য।

ফেসবুক পোস্টটি তালাত মাহমুদ রাফি তাঁর স্ত্রীকে ট্যাগ করেছেন। সেখান থেকে জানা গেছে, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তাঁর বাড়ি বরিশাল উল্লেখ আছে। পড়াশোনার বিষয়ে লেখা আছে, বরগুনা সরকারি মহিলা কলেজ।

তাঁর আইডিতে ঢুকে দেখা গেছে, রাফির সাথে ছবি কাভার ফটো করেছেন জান্নাত।

তাঁর বিয়ের খবর প্রকাশের পর পরই তাঁর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

রাফি কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন।

তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী।তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। 


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা