অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জামায়েতে ইসলামী বাংলাদেশ অষ্টগ্রাম শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামাতে ইসলামীর আমির মাও. আশরাফুল হকের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়েতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাও. নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ- ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রা্র্থী, এ্যাড. রোকন রেজা শেখ, জামায়েত ইসলামী বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক, মাও, এম. এইচ. লোকমান ও মিঠামইন উপজেলা জামায়েতে ইসলামীর সেক্রেটারী আব্দুস সালাম সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়