ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরের পূবাইলে বিদেশী মদসহ গ্রেফতার ২

গাজীপুরের পূবাইলে বিদেশী মদসহ গ্রেফতার ২
  • আপলোড তারিখঃ 25-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 201800 জন
গাজীপুরের পূবাইলে বিদেশী মদসহ গ্রেফতার ২ ছবির ক্যাপশন: গাজীপুরের পূবাইলে বিদেশী মদসহ গ্রেফতার ২
ad728


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের পূবাইলে বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে পুবাইলের তালটিয়া রাবেয়া পাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। 


গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর দক্ষিণখান থানার মুন্সুর আলীর ছেলে সোহেল (৪৮) ও নাটোর জেলার লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।


পুবাইল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির জানা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তবর্তী জেলা সিলেট থেকে মাদকের এই চালানটি এনে পুবাইল এলাকায় বিক্রি করতে চেয়েছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।


পূবাইল থানার অফিসার ইনচার্জ এস এম আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু।