ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাব্বির আহমেদ (২৪) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাব্বির উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের হানিফ ভুঁইয়ার ছেলে। শনিবার সকালে ওই যুবককে হত্যার অভিযোগ নিয়ে কসবা থানায় আসেন নিহতের পরিবারের লোকজন।
  • আপলোড তারিখঃ 06-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16071 জন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাব্বির আহমেদ (২৪) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাব্বির উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের হানিফ ভুঁইয়ার ছেলে। শনিবার সকালে ওই যুবককে হত্যার অভিযোগ নিয়ে কসবা থানায় আসেন নিহতের পরিবারের লোকজন।


নিহতের স্বজনরা জানান, দুবাইতে প্রবাস জীবন কাটিয়ে সাব্বির আহমেদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। সম্প্রতি ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও খাওয়া-দাওয়া শেষ করে তিনি পাশের ঘরে শুয়ে পড়েন। তবে রাতে অজ্ঞাত কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে খায়রুল নামের এক যুবক এসে পরিবারকে জানায়, সাব্বির গুরুতর অসুস্থ। এ সময় পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এ সময় সে জানায়, তাকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল। এরপরই সে অবচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের দাবি, সাব্বিরকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 


কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় খাইরুল নামে এক যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে, রাতে সাব্বির কসবা- নয়নপুর সড়কের পানিয়ারূপ এলাকাতে মাদকের ট্রাক আটকানোর জন্য অবস্থান করেছিলো। ধারণা করা হচ্ছে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে । ঘাতক ট্রাকটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার