রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এডভোকেট শাহাবউদ্দিন কলেজ, পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পাঁচবাগ বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌকা বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সালমান হোসাইনের সভাপতিত্বে ও মাদরাসা শাখার সভাপতি মাজেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোজাহিদুল কবির (সেলিম), কলেজ শাখার ছাত্রদলের সহ- সভাপতি রামিম আহমেদ জীবন, সাধারণ সম্পাদক ফাহাদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাকরিম, সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ বাপ্পি, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান সিয়াম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক সাকের আহমেদ, দপ্তর সম্পাদক আশরাফুল আলম এবং মাদরাসা শাখার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তুষার ও সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা নিছক কোনো যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। ছাত্রদলের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আমরা আজ ক্লাস বর্জন করেছি। নিরীহ মানুষের রক্তপাতের বিরুদ্ধে নীরবতা মানেই সেই অপরাধে অংশগ্রহণ। তাই আমরা শিক্ষার্থীরা মানবতার পক্ষে সোচ্চার।”
শিক্ষার্থীরা আরও বলেন, ইসরাইলি পণ্য বন্ধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে।