ঢাকা | বঙ্গাব্দ

গাজা যুদ্ধের শেষ চেয়ে ইসরাইলি সেনারাও সই করলেন

  • আপলোড তারিখঃ 12-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96372 জন
গাজা যুদ্ধের শেষ চেয়ে ইসরাইলি সেনারাও সই করলেন ছবির ক্যাপশন: ছবি:- সংগৃহীত
ad728

ইসরাইলি সেনারা গাজায় যুদ্ধ শেষ করতে এবং বন্দি বিনিময় চুক্তি করতে একটি নতুন পিটিশনে স্বাক্ষর করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল)তারা নতুন এই আবেদনটিতে সই করেন। যেই পিটিশনে সরকারকে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর এবং গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে।

গাজা যুদ্ধ শেষ করতে নতুন এই  পিটিশনে স্বাক্ষর করেন শত শত ইসরাইলি সেনা।

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন জানায়, চিঠিতে স্বাক্ষরকারী এসব সৈন্যরা সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ এবং বিশেষায়িত বিভাগের।স্বাক্ষরকাীদের মধ্যে রয়েছে গোয়েন্দা ইউনিট ৮২০০, বিশেষ বাহিনী এবং সায়েরেত মাতকাল, শায়েতেত এবং শালদাগের মতো অভিজাত ইউনিট।

কেএএন আরও জানায়,তাদের ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ সক্রিয় রিজার্ভিস্ট সৈনিক।

 বার্তা সংস্থা আনাদুলুর হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ছয়টি আবেদনে স্বাক্ষর করা হয়েছে। যার মধ্যে প্রথমটিতে প্রায় ১,০০০ বিমান বাহিনীর সদস্য স্বাক্ষর করেছেন এবং পরে ১,০০০ শিক্ষাবিদও এতে যোগ দিয়েছেন।

আর দ্বিতীয়টিতে শত শত সাঁজোয়া বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও স্বাক্ষর করেছেন।এমনকি কয়েক ডজন রিজার্ভ সামরিক ডাক্তার, সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের শত শত সদস্য আছেন যারা পিটিশনে স্বাক্ষর করেছেন।

এছাড়া  স্বাক্ষরকারীদের মধ্যে বিভিন্ন ইউনিটের সদস্যরা আছেন যার মধ্যে বিশেষ এবং অভিজাত বাহিনীও অন্তর্ভুক্ত।

 প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে বেশ কয়েকটি বিবৃতিতে জানিয়ে দিয়েছেন যে, যেকোনো আবেদনে স্বাক্ষরকারী সক্রিয় সৈন্যদের বরখাস্ত করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ