ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ 21-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 89290 জন
গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: নিহত শিশু আফরা মাহনাজ
ad728

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসায় জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলতে গিয়ে আফরা মাহনাজ (৭) নামে এক শিশু শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের জামতলা মোড়স্থ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আফরা মাহনাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল্লাহ আল মামুন (বাবু) ও আফরোজা খাতুন দম্পতির দ্বিতীয় কন্যা। তারা দীর্ঘদিন ধরে জামতলা মোড়ে আবাসিক এলাকায় একটি তিনতলা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতো।

সে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, স্কুল বন্ধ থাকায় রোববার দুপুরে শিশুটি বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে একা একা খেলছিল। খেলার এক পর্যায়ে দোলনার ওড়না গলায় ফাঁস লেগে শিশুটি ঝুলছিল। পরিবারের লোকজন খোঁজ পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাঈমুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের ও এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত