ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে বৈষম্য বিরোধী মামলায় অধ্যক্ষ গ্রেফতার

  • আপলোড তারিখঃ 23-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5032 জন
টঙ্গীতে বৈষম্য বিরোধী মামলায় অধ্যক্ষ গ্রেফতার ছবির ক্যাপশন: টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন
ad728

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরায় দায়েরকৃত মামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে (৬০) আটক করেছে র‍্যাব ১ এর সদস্যরা। 

মঙ্গলবার(২২এপ্রিল) দুপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আলাউদ্দিন মিয়া টঙ্গীর দক্ষিণ আউচ পাড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাদবরের ছেলে। তিনি টঙ্গীর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু আওয়ামী শিক্ষক পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। 

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানা যায়, জুলাই আগষ্টের হামলার ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা চেষ্টা মামলা ও ৬ এপ্রিল উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দুই মামলায় যথাক্রমে ০৮ ও ২১ নাম্বার এজাহার ভুক্ত আসামী এই শিক্ষক। 

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার