ঢাকা | বঙ্গাব্দ

পঙ্গুত্ববরণকারী শ্রমিকদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা এ্যাডঃ আল ফাতাহ্ খান

  • আপলোড তারিখঃ 03-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80807 জন
পঙ্গুত্ববরণকারী শ্রমিকদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা এ্যাডঃ আল ফাতাহ্ খান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির সমাবেশ শেষে ময়মনসিংহ হতে বাড়ি যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শিকার হন ত্রিশাল উপজেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল হাসান রাজন। তখন তিনি সন্ত্রাসীদের তাড়া খেয়ে গাড়ির নিচে পড়ে একটি পা হারিয়ে ফেলেন এবং দীর্ঘদিন যাবত পঙ্গুত্বের সাথে লড়াই করে যাচ্ছেন।


গত বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহের শ্রমিক সমাবেশ মঞ্চে ক্র্যাচে ভর দিয়ে উঠেন শ্রমিকদল নেতা রাজন। মঞ্চে বিএনপির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা করা হয়। এসময় মঞ্চে উপস্থিত জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ময়মনসিংহ- ১০ (গফরগাঁও- পাগলা) আসনের ধানের শীষের কান্ডারি এ্যাডঃ আল ফাতাহ্ খান শ্রমিক নেতা রাজনের কৃত্রিম পা লাগানোসহ সমস্ত চিকিৎসার দায়িত্ব  ব্যক্তিগতভাবে নেওয়ার ঘোষণা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন।


এ্যাডঃ আল ফাতাহ্ খান বলেন, রাজন বিএনপি করতে গিয়ে আজ পঙ্গুত্বের সাথে লড়াই করে যাচ্ছে। তার অসহায়ত্ব দেখে আমি পাশে দাঁড়িয়েছি। এছাড়াও আমি সব সময়ই বিএনপির নির্যাতিত ও নিবেদিত কর্মীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র শাহাদাত