ঢাকা | বঙ্গাব্দ

অ:লীগের ট্যাগ লাগিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ 09-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 77046 জন
অ:লীগের ট্যাগ লাগিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন
ad728

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের পূবাইলে এক বিএনপির নেতাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পুবাইল থানা বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পূবাইল মিরের বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সালাহ উদ্দিন সরকার বলেন, আশির দশক থেকে সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক আব্দুল মান্নানের হাত ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। সেই থেকে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি। অনেক হামলা মামলা নির্যাতন সহ্য করেও আওয়ামী লীগের সাথে কখনো আপোষ করিনি। বিভিন্ন সময় দলের নির্দেশে ওয়ার্ডে ও থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং করছি। সম্প্রতি একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন সাংবাদ মাধ্যমে আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে যা খুবই দুঃখজনক। আমি এমন হীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরো বলেন, স্থানীয় আব্দুর রউফ সরকার নামের এক ব্যাক্তি নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে সাবেক ফ্যাসিস্ট সরকারে এমপি মেহর আফরোজ চুমকির সুপারিশ নিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। সেই সুপারিশে চুমকি নিজে তাকে আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়েছেন। এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে করা অভিযোগে তিনি নিজেই আমার রাজনৈতিক পরিচয়  হিসেবে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক উল্লেখ করেছেন। অথচ এখন তিনি নিজেকে বিএনপি নেতা দাবী করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। 

সংবাদ সম্মেলন উপস্থিত বিএনপি নেতারা বলেন, আব্দুর রউফ সরকার কখনো বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। সালাউদ্দিন সরকারের মত একজন নির্যাতিত নিপিড়ীত বিএনপি নেতার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচারের নিন্দা জানান তারা। 

পুবাইল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, ৪১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শেখ মিলনুর রহমান মিলন, ৪১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর শ্রমিকদলের সদস্য আনোয়ার হোসেন মোল্লাসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার