অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বইপাঠ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের স্বপ্নীল গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগার পাঠক ফোরামের সম্পাদক মাও. উবায়দুল্লাহর সঞ্চালনায় ও গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফিস হায়াত, মৌলভীপাড়া গণগ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম সেলিম, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছা. সুরমা আক্তার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী রহমান খান।
বক্তব্য রাখেন স্বপ্নীল গণগ্রন্থাগারের উপদেষ্টা ও পবিত্র আল-কোরআনের কাব্যানুবাদকারী আলহাজ¦ মোঃ তৈয়ব আলী, হেফাজতে ইসলাম অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি মাও. আসাদুল্লাহ, কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মাহফুজুর রহমান, জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সহকারী সম্পাদক আমিনুল হক নজরুল ও বার্তা সম্পাদক সুফিয়ান তাসদিক প্রমুখ।
এসময় ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।