ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে পিক-আপের নীচে চাপা পড়ে শিশু নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পিক-আপের নীচে চাপা পড়ে সাড়ে তিন বছর বয়সী আলী হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই এলাকায় অটোরিক্সা চালক কাঞ্চন মিয়ার ছেলে।
  • আপলোড তারিখঃ 22-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 63532 জন
গফরগাঁওয়ে পিক-আপের নীচে চাপা পড়ে শিশু নিহত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পিক-আপের নীচে চাপা পড়ে সাড়ে তিন বছর বয়সী আলী হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই এলাকায় অটোরিক্সা চালক কাঞ্চন মিয়ার ছেলে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও- কান্দিপাড়া সড়কের মহিরখারুয়া বাজার এলাকায় অটোরিক্সা চালক কাঞ্চন মিয়ার সাড়ে তিন বছরের শিশু আলী হোসেন বাড়ি থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিক-আপের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পিক-আপ এবং চালককে শনাক্ত করা যায়নি। 


নিহত শিশু আলী হোসেনের বাবা কাঞ্চন মিয়া বলেন, ছেলের দুর্ঘটনার সময় বাড়িতে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে এসে সবকিছু  জানতে পারলাম। কাউকে চিনতে পারি নাই বলে থানায় অভিযোগ করিনি।


গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, পিক-আপের নীচে চাপা পড়ে শিশু নিহতের ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল