ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত চার

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন । এদের প্রত্যেকেই ট্রাক্টর শ্রমিক।
  • আপলোড তারিখঃ 24-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 61822 জন
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত চার ছবির ক্যাপশন: কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ
ad728


সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার):

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন । এদের প্রত্যেকেই ট্রাক্টর শ্রমিক।


শনিবার(২৪ মে ২০২৫) আনুমানিক সকাল ৭টায় আলুটিলার ময়লাটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরই কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। ফলে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


আহতরা হলেন- মাটিরাঙ্গার মো: রহিম (৩০), মো: শাহিন (২৮), মো: রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। 


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, "দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার এনে যান দুটি সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা