ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির ‎পানছড়ি "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" স্লোগানে পুষ্টি সপ্তাহ উদযাপন।

খাগড়াছড়ির ‎পানছড়ি "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" স্লোগানে পুষ্টি সপ্তাহ উদযাপন।
  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 56629 জন
খাগড়াছড়ির ‎পানছড়ি "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" স্লোগানে পুষ্টি সপ্তাহ উদযাপন। ছবির ক্যাপশন: আলোচনা সভা
ad728


ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি। 

খাগড়াছড়ির ‎পানছড়ি "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" স্লোগানে পুষ্টি সপ্তাহ উদযাপন। 

‎বুধবার (২৮ মে) সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়েছে। 

‎এসময়,উপজেলার  প্রত্যন্ত অঞ্চলে পুষ্টির চাহিদা, পুষ্টি  সংক্রান্ত  খাবার পরিবশন ও ঘাটতি পুরন সহ করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

‎অন্যান্যদের মধ্যে  ডাক্তার অনুতোষ চাকমা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. জসিম উদ্দিন,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামছুল আলম,  মাধ্যমিক শিক্ষা অফিসার  অরুপ চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা, আবুল হাসেম,  রিপোর্টাসর্ ইউনিটির  সভাপতি  মোহাম্মদ রাশেদুজ্জামান অলি,


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল