ঢাকা | বঙ্গাব্দ

শ্রদ্ধার ফলশ্রুতি

শ্রদ্ধার ফলশ্রুতি
  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 147251 জন
শ্রদ্ধার ফলশ্রুতি ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

শ্রদ্ধার ফলশ্রুতি 

-আমিনুল হক নজরুল



তুমি মানুষ হবে,

আমি লাশ হবো।

অথবা,

তুমি হাসবে,

আমি গন্ধ হবো।


পৃথিবীর আলোতে হাঁটবে তুমি,   

একটি ছায়া হয়ে যাব আমি,   

স্মৃতির পাতায় ভেসে বেড়াবো

হামেশাই দিবস যামী। 

 

কখনো তোমার কথায়—   

ভেসে উঠবে আমার নাম,   

স্বপ্নের আঁখিতে,ভাঙা হৃদয়ের সুরে-

রয়বে না আর বদনাম।

 

তুমি মানুষ হবে-

অমর দিনের বীজ,   

আমি লাশ হবো-

শ্রদ্ধার ফলশ্রুতি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান