ঢাকা | বঙ্গাব্দ

দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে সিলেট ৪ আসনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছেন আলী হাসান উসামা

  • আপলোড তারিখঃ 17-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17428 জন
দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে সিলেট ৪ আসনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু  করেছেন আলী হাসান উসামা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

আবু ইউসুফ সোহাগ ,বিশেষ প্রতিনিধি : সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করবেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন,কারানির্যাতিত আলেমেদীন,কেন্দ্রীয় উলামা-বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা মুফতি আলী হাসান উসামা। ১৬ জুলাই ২৫ সন্ধ্যা ৭টায় ফতেহপুর, রামনগরে মুজিব কমিউনিটি সেন্টারের দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে শুরু করেছেন সিলেট-৪ এর আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা। আগামী রবিবার জৈন্তাপুর চিকনাগুল থেকে শুরু করে গোয়াইনঘাট পর্যন্ত বৃহৎ শোডাউন করবেন মুফতী আলী হাসান উসামার খেলাফতে মজলিস। 

তিনি বলেন "আগামী দেড় মাসের মধ্যে ২৫টি ইউনিয়নের প্রতিটিতেই সারাদিনব্যাপী প্রোগ্রাম করবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন "আমার স্বপ্ন খনিজ সম্পদে ভরপুর সিলেট-৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো। জাতীয় সংসদে ইসলামের পক্ষে আইন প্রণয়ন এবং কুরআন-সুন্নাহবিরোধী বিল প্রতিরোধ এবং আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ।পরিবেশবান্ধব উপায়ে পাথর কোয়ারি খুলে দিয়ে শ্রমিক ও মজুরদের অধিকার আদায় এবং অবৈধ লুটপাট রোধ।প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলো সংস্কার। প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া।জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ এবং কর্মসংস্থানমুখী কারিগরি উদ্যোগ নেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার। গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা। গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের কৃষকদের ন ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকসমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা। প্রতি ইঞ্চি অনাবাদি ভূমি চাষের আওতায় আনা এবং মাটির উর্বরতা অনুযায়ী ভূমির শ্রেণিবিন্যাস করা।

তিনি আরও বলেন "সিলেট-৪ আসনের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। প্রবাসীদের বিনিয়োগের জন্য সহজ পরিবেশ তৈরি এবং তাদের স্বার্থ সংরক্ষণ করা। গ্রামাঞ্চলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান। তিনটি উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবার আধুনিকীকরণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। সীমান্তপথে মাদক ও চোরাচালান রোধ। পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী ও খাল-বিল রক্ষা। মসজিদ, মাদরাসাসহ সকল ধর্মের ধর্মীয় স্থাপনাসমূহের উন্নয়ন ও সংস্কার করা। স্থানীয় উদ্যোক্তাদের জন্য সহজে ঋণ সুবিধা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে প্রয়োজনীয় সহায়তা প্রদান।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার