ঢাকা | বঙ্গাব্দ

নামাজে অন্যের পোষাক পায়ের নিচে আটকে যাওয়া প্রসঙ্গে।

০১. প্রশ্ন :দুই ব্যক্তি পাশাপাশি নামাজ আদায় করা অবস্থায় যদি একজনের পোশাক অন্য জনের পায়ের নিজে আটকে যায়। অতঃপর যে ব্যক্তির পয়ের নিচে পোশাক আটকে ছিলো, ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে পায়ের নিচ থেকে কাপড় বের করে দেয়, তাহলে নামাজে কোন ক্ষতি হবে কি?
  • আপলোড তারিখঃ 19-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 180578 জন
নামাজে অন্যের পোষাক পায়ের নিচে আটকে যাওয়া প্রসঙ্গে। ছবির ক্যাপশন: ইসলামী প্রশ্ন উত্তর
ad728

০১.উত্তর :- কোন ধরণের আমলে কাছির ছাড়া যদি মুছল্লি নিজ ইচ্ছায় তার কাপড় বের করে দেয়, তাহলে নামাজের কোন ক্ষতি হবে না। তবে যদি সে অন্য কারো কথায় কাপড় বের করে দেয়, তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে। কারণ নামাজের মধ্যে গাইরুল্লাহর আদেশের তামিল করা নামাজের পরিপন্থি।
সূত্র :- ফাতাওয়ায়ে শামী-২/৩৭৬,  ফাতাওয়ায়ে তাতারখানিয়া -২/২৩, ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১৬৪,


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।