ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় অবৈধ জাল ও পলিথিন জব্দ যার মূল্য১৪ কোটির

  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14743 জন
ভোলায় অবৈধ জাল ও পলিথিন জব্দ যার মূল্য১৪ কোটির ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
তাপস কুমার মজুমদার, (স্টাফ রিপোর্টার, ভোলা)  ভোলার চরফ্যাশনে যৌথ অভিযানে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চরফ্যাশন বাজার এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন বাজারের ১০টি গুদামে তল্লাশি চালায় তারা। এসময় ১৪ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লক্ষ মিটার চরঘেরা জাল, ১ লক্ষ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং পলিথিন হস্তান্তর করা হয় পরিবেশ অধিদপ্তরের নিকট।
এ সময় কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল