ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি নষ্ট করায় ১ লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে, তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
  • আপলোড তারিখঃ 27-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102554 জন
কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি নষ্ট করায় ১ লক্ষ টাকা জরিমানা ছবির ক্যাপশন: বালু উত্তোলনের ছবি
ad728


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে, তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়ালখাঁ নদীর ব্রীজের পশ্চিম তীরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল বারিকের ছেলে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দৈনিক দিনকালকে বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, তাকে ১ লক্ষ টাকা জরিমানা করে, তা আদায় করা হয়েছে। সে এ ধরনের অবৈধ কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান