ঢাকা | বঙ্গাব্দ

শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশু নিহত আহত ২০,

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস খাদে পরে সোহেল নামে (৩) মাস বয়সের এক শিশু নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
  • আপলোড তারিখঃ 07-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91652 জন
শেরপুরে যাত্রীবাহী বাস  উল্টে  শিশু নিহত আহত ২০, ছবির ক্যাপশন: উল্টে যাওয়া বাস
ad728

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের  ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস খাদে পরে সোহেল নামে (৩) মাস বয়সের এক শিশু নিহত ও   ২০ জন যাত্রী   আহত হয়েছে। বৃহস্পতিবার  (৭ আগস্ট)  দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আকাশ বিকাশ’ পরিবহনের ওই বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঝিনাইগাতীতে আসছিল। দুপুর ১২ টার দিকে খৈলকুড়া এলাকায় পৌঁছালে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে  বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হয়। নিখোঁজ হয় ৩ মাস বয়সের শিশু সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করা সম্ভব হলেও শিশু সোহেল নিখোঁজ ছিল।  খোঁজাখুজির ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশু সোহেলের মৃতদেহ উদ্ধার করে। সোহেল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতদের সকলের বাড়ি ঝিনাইগাতীতে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমিন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।     







নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান