ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৪৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার তু্লে দেওয়া হয়।
  • আপলোড তারিখঃ 12-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 86076 জন
গফরগাঁওয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন: এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৪৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার তু্লে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত স্কুলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম।

গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মাহবুবুর রহমান, মো: মাজাহারুল ইসলাম, মো: রবিউল ইসলাম, শিক্ষার্থী এনায়েত কবীর ও ফয়সাল মাহমুদ প্রমূখ । 

এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান