ঢাকা | বঙ্গাব্দ

শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82409 জন
শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব 'শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৬ আগষ্ট ২০২৫) সকাল নয়টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়ের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি প্রভাস সাহা'র সভাপতিত্বে শোভাযাত্রাটি পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় প্রাঙ্গন থেকে বাস টার্মিনাল হয়ে পুনরায় কেন্দ্রীয় দেবালয় মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে নাম সংকীর্তন, চিত্রাংকন, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় সভা,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এসময়, জন্মাষ্টমী আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডালিম দাশ, পানছড়ি বাজার দেবালয় মন্দির সভাপতি অর্জুন সাহা, সাধারণ সম্পাদক বিমান কান্তি দেব সহ হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক পাহাড়ি বাঙালি অংশগ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত