ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

"অভায় আশ্রম গড়ে তুলি"দেশি মাছে দেশ গড়ি এই স্লোগানে যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80654 জন
শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

"অভায় আশ্রম গড়ে তুলি"দেশি মাছে দেশ গড়ি এই স্লোগানে যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার(১৮আগষ্ট)সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী শার্শা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও প্রাণী সম্পাদ কর্মকর্তা তপু কুমার সাহা।

 

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বাগআঁচড়া জনতা ফিস এর স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসকে সন্মাননা পদক প্রদান করে মৎস্য অধিদপ্তর।


এসময় মৎস্য চাষী ও তরুন উদ্দোক্তা ইসরাফিল হোসেন,সোনাদীয়া বাওড়ের মৎস্য চাষী বীর মুক্তিযোদ্ধা আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান