ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

যশোরের শার্শা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 72687 জন
শার্শায় বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন: বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 


সোমবার (২৫ আগস্ট) সকালে ১১ টার সময় উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।


এদিন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৫০ পরিবার ও বিভিন্ন ইউনিয়নের আরও ৫০ পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মশলাসহ শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।


ইউএনও ডা. নাজিব হাসান জানান, প্রতিবছর ভারতীয় উজান থেকে নেমে আসা পানির ঢলে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগ পোহায়। এ সমস্যা নিরসনে দাউদখালী-রুদ্রপুর এলাকায় সুইচগেট ও বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বাঁধ নির্মিত হলে এ ধরনের বন্যা দুর্ভোগ থেকে মানুষ স্থায়ীভাবে মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও জানান, ইতোমধ্যে বন্যাদুর্গতদের জন্য ১৬ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং মঙ্গলবার আরও ১০ টন চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সব দুর্গত পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে।


ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৯নং উলাশী ইউনিয়নের প্রশাসক রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হজরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান