ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে "মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন" এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 72837 জন
নবীনগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে "মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশন" এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও আর্থিক অনুদান প্রদান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ সভায় সভাপতিত্ব করেন।  শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা  মো. সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মানছুরা আক্তার। বক্তব্য রাখেন,  সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক মো. আরমান আলী, সৈয়দা সুলতানা নূরুন্নাহার, জাহিদুল ইসলাম জিহাদ, নাসরিন আক্তার প্রমুখ। 


এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার। শিক্ষার মানোন্নয়নে মরহুম আব্দুল মন্নাফ স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি ব্যবস্থাটি চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও আর্থিক অনুদান তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান