অষ্টগ্রামে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
অজিত দত্ত, স্টাফ রিপোর্টার, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ ):
অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তর উপজেলার বিভিন্ন জলাশয়ে ৫১৪ কেজি পোনা মাছ অবমুক্ত করে। এরমধ্যে ১০০ কেজি পোনা স্থানীয় জলাশয়ে এবং ১৩১ কেজি পোনা ধলেশ্বরী নদীতে ১৫০ কেজি পোনা কালিনী নদীতে ও বাকি পোনা অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ।
এসময় বাজিতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো আশরাফুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল হালিম, অফিসার ইনচার্জ (ওসি) মো রুহুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জানান,“মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।”