ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানজিবা সাইফুল তিশমা (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
  • আপলোড তারিখঃ 31-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18967 জন
চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728




আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানজিবা সাইফুল তিশমা (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে দুই নম্বর গেটে বাস থেকে নামার পর চলন্ত অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তিশমা হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। পরিবারের সাথে তিনি নগরের মুরাদপুর এলাকায় থাকতেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস থেকে নামার সময় সড়কে পড়ে যান তিশমা। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উপস্থিত স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘‘আহত অবস্থায় আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’


একমাত্র মেয়ে তিশমার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার বাবা সাইফুল ইসলামসহ স্বজনরা। তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


পরিবারের এক সদস্য মাহমুদুল হাসান জানান, তিশমা বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইংলিশ প্যাক নামে একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।