ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার বাঁকখালিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৫ দিনব্যাপী অভিযান

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর বৃহৎ পরিসরে অভিযান শুরু ।
  • আপলোড তারিখঃ 01-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 66138 জন
কক্সবাজার বাঁকখালিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৫ দিনব্যাপী অভিযান ছবির ক্যাপশন: যৌথবাহিনীর অভিযান
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর  বৃহৎ পরিসরে অভিযান শুরু ।


সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বাঁকখালীর কস্তুরাঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এই অভিযানকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।



বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র কক্সবাজার নদীবন্দর শাখার সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান জানিয়েছেন, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। আজ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত ৫ দিনব্যাপী এই অভিযানটি চলবে।তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত সময় বাড়ানো হতে পারে।


জানা গেছে, কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। এই নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী চার মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে গত ২৪ আগস্ট সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের ওই নির্দেশনার এক সপ্তাহের মধ্যেই কক্সবাজার সফরে এসে বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জরুরি সভায় যোগ দেন নৌপরিবহন উপদেষ্টা।


হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কক্সবাজার জেলার ওপর দিয়ে প্রবাহিত বাঁকখালী নদীর বর্তমান প্রবাহ এবং আরএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী চার মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান