ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালান পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • আপলোড তারিখঃ 03-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19149 জন
বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালান পণ্য জব্দ ছবির ক্যাপশন: মাদক ও চোরাচালান পণ্য জব্দ
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (৩ সেপ্টেম্বর) দিনভর বিশেষ টহল পরিচালনা করে বিজিবির শালকোনা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা এসব মালামাল আটক করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ফেনসিডিল, ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, ওষুধ এবং কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি বিশেষ পরিকল্পনা নিয়ে অভিযান পরিচালনা করছে। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।