নিজস্ব সংবাদদাতা কচুয়া( বাগেরহাট)
৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা।
বিকেল ৪ টায় কচুয়া মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়ার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের কচুয়া উপজেলা আমীর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শেখ মঞ্জুরুল হাক রাহাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের আমির অধ্যাপক মাওলানা আলতাফ হোসেন, জেলা ওলামা বিভাগের সাবেক সেক্রেটারি মাস্টার আমিনুল ইসলাম, কচুয়া উপজেলা সাবেক আমির অধ্যাপক মুস্তাজাবুল হক,কচুয়া নায়েবে আমির মাওলানা শহিদুল ইসলাম, জামাতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খান, গোপালপুর ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুর রউফ খোকন, ধোপাখালী ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ বনী আমিন, রাড়িপাড়া ইউনিয়ন জামাতের আমির মাওলানা আলতাফ হোসেন, গজালিয়া ইউনিয়ন জামাতের আমির মাওলানা আবু হানিফ, হাফেজ ওয়িদুজ্জামান, হাফেজ সাইফুল ইসলাম, যুব জামাতের সভাপতি মামুন শিকদার, কচুয়া উত্তরের শিবির সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ, কচুয়া দক্ষিণের শিবির সভাপতি জুনায়েদ ইসলাম সহ উপজেলা জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জামায়াতের কুষ্টিয়া জেল সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, জামায়াতের ইবি থানা আমীর রফিকুল ইসলাম,
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পাঁচ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী তুলে ধরেন।
উল্লেখিত ৫ দফা হলো..
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন ।
২. আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি পদ্ধতি চালু করা
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।
৪. সরকাররে জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করা।