ঢাকা | বঙ্গাব্দ

অবৈধভাবে পাচারকালে বিজিবির হাতে দেশীয় পন্য আটক।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি।
  • আপলোড তারিখঃ 18-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17189 জন
অবৈধভাবে পাচারকালে বিজিবির হাতে দেশীয় পন্য আটক। ছবির ক্যাপশন: অবৈধ মালামাল আটক
ad728



পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি: 

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি।


১৮ অক্টোবর ২০২৫ , শনিবার দুপুরে গিলাতলী বিজিবি বিওপি-র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা কীটনাশক , বিস্কিট ও সাবান হাবিলদার শ্রী বিধান এর নেতৃত্বে আটক করা হয়। 


উদ্ধারকৃত বাংলাদেশী কীটনাশক সিস্টেম প্লাস ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট, নিমা সাবান ৬৩ টি।


বিজিবি সুত্র জানায় , সীমান্ত রক্ষায় ও অবৈধ চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত টহল চলমান অব্যাহত আছে। পার্বত্য এলাকায় সীমান্ত রক্ষায় ,সম্প্রীতি ও উন্নয়নে নিরলস ভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান