ঢাকা | বঙ্গাব্দ

পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
  • আপলোড তারিখঃ 16-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 45678 জন
পাসপোর্টে  লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
ad728




নিজস্ব প্রতিনিধি : পাসপোর্টে  লাগবে না পুলিশ ভেরিফিকেশন, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে তিনি  এ ঘোষণা দিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।

প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার